News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৯, ২৬ আগস্ট ২০২৫

রুমির কথায় মিলনের সুরে গাইলেন বৃষ্টি-লিটন

রুমির কথায় মিলনের সুরে গাইলেন বৃষ্টি-লিটন

ছবি: নিউজবাংলাদেশ

রেকর্ডিং শেষ হলো নতুন গান ‘তুমি আপনের আপন’। মোহাম্মদ মিলনের সুরে গানটি গেয়েছেন নিশ্চুপ বৃষ্টি ও জাহিদ লিটন মামুন। রুমি’র কথায় গানটির সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। খুব শিগগিরই গানটি মিউজিক ভিডিওসহ প্রকাশিত হবে ঢোল মিউজিক এর ব্যানারে।

গানটি নিয়ে সুরকার মোহাম্মদ মিলন বলেন, “বৃষ্টি আর আমি একসঙ্গে অনেক গান করেছি। তবে এবারই প্রথম বৃষ্টি এবং জাহিদ লিটন ভাইয়ের জন্য সুর করলাম। গানটির প্রতি আমার ভীষণ আস্থা রয়েছে। আশা করি শ্রোতারা ভিন্ন স্বাদের এই গানটিকে ভালোবাসবেন।”

কণ্ঠশিল্পী নিশ্চুপ বৃষ্টি বলেন, “মিলন ভাইয়ের সুরে একসঙ্গে এর আগেও অনেক গান করেছি। তবে এবার লিটন ভাইয়ের সঙ্গে দ্বৈত গান গাওয়া অন্যরকম অভিজ্ঞতা। আমরা দু’জনই চেষ্টা করেছি শ্রোতাদের মন ছুঁয়ে দেওয়ার মতো করে গানটি গাইতে।”

আরও পড়ুন: ‘ওয়ার ২’-এ ভরাডুবি, ১০ দিনে আয় ২১৪ কোটি

অন্যদিকে কণ্ঠশিল্পী জাহিদ লিটন মামুন বলেন, “গানটি আমার কাছে বিশেষ মনে হয়েছে। কারণ মিলন ভাইয়ের সুর, রুমি ভাইয়ের লেখা আর রনির মিউজিক—সব মিলিয়ে গানটি শ্রোতাদের মনে দাগ কাটবেই বলে আমি বিশ্বাস করি।”

প্রকাশের আগেই পুরো টিম গানটি নিয়ে দারুণ আশাবাদী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়