তিন রূপে হৃতিক, ফিরছেন রেখা-প্রিয়াঙ্কা-প্রীতি!
হৃতিক রোশন। ছবি: সংগৃহীত
ভারতীয় সুপারহিরো ঘরানার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'কৃষ' সিরিজের নতুন অধ্যায় হিসেবে আসছে ‘কৃষ ৪’। হৃতিক রোশনের পরবর্তী সিনেমা ‘ওয়ার ২’-এর পর এ সিনেমা নিয়ে ভক্তদের মধ্যে উত্তেজনা পৌঁছেছে চূড়ায়। আর এবার তো চমকের যেন শেষ নেই!
এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর প্রিয়াঙ্কা চোপড়ার বলিউডে ফেরার সম্ভাবনা দেখা দিয়েছে। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, ‘কই মিল গেয়া’ ও ‘কৃষ’–এর চরিত্র রিকল করে ফিরছেন প্রীতি জিনতা এবং বর্ষীয়ান অভিনেত্রী রেখাও!
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই সিনেমাতে হৃতিক রোশন অভিনয় করবেন তিনটি ভিন্ন চরিত্রে। টাইম ট্র্যাভেলের মাধ্যমে অতীত ও ভবিষ্যতের নানা সময়ে দেখা যাবে সুপারহিরো কৃষকে, যেখানে তাকে লড়তে হবে এক ভয়ঙ্কর শত্রুর সঙ্গে।
সবচেয়ে বড় চমক হলো, এই সিনেমার পরিচালনায় থাকছেন স্বয়ং হৃতিক রোশন নিজেই। এটি হবে তার পরিচালনায় প্রথম সিনেমা ডিরেক্টোরিয়াল ডেবিউ। টাইম ট্র্যাভেল-নির্ভর কনসেপ্ট নিয়ে গড়া এই গল্প বলিউডের জন্য একদম নতুন ও অভিনব হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: মুক্তির পথে সাগর-রুনির মৃত্যুরহস্য নিয়ে ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’
ইতোমধ্যে মুম্বইয়ের ইয়াশরাজ ফিল্মস স্টুডিওতে প্রি-প্রোডাকশনের কাজ জোরকদমে চলছে। ভিএফএক্স টিম ব্যস্ত রয়েছে সিনেমার প্রি-ভিজুয়ালাইজেশন নিয়ে। হৃতিক নিজে আদিত্য চোপড়া এবং তার রাইটার্স টিমের সঙ্গে বসে চূড়ান্ত স্ক্রিপ্টে কাজ করছেন। সব ঠিক থাকলে, ২০২৬ সালের প্রথম কোয়ার্টারে শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, হৃতিক বর্তমানে ব্যস্ত রয়েছেন তার বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘ওয়ার ২’-এর প্রচারে। এই সিনেমাতে তার বিপরীতে ভিলেনের চরিত্রে থাকছেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর, এবং গুরুত্বপূর্ণ এক ভূমিকায় রয়েছেন গর্ভবতী অভিনেত্রী কিয়ারা আদভানি। সূত্র: দ্য ওয়াল
নিউজবাংলাদেশ.কম/এসবি








