News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৬, ২২ মার্চ ২০১৫
আপডেট: ১৭:৪৬, ১৭ মার্চ ২০২০

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তালা ভাঙা হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তালা ভাঙা হয়েছে

জেলা প্রশাসন ও পুলিশের সহায়তায় এক অভিযানে প্রায় সাড়ে চার মাস পর আজ রোববার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তালা ভাঙা হয়েছে। অভিযানে প্রশাসনিক ভবনের ছয়টি, একাডেমিক ভবনের চারটি ও ক্যাম্পাসে প্রবেশের প্রধান ফটকে দেওয়া তালা ভাঙা হয়।

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে বেলা ১১ টা থেকে এক ঘন্টার এই অভিযান চালানো হয়। জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার অশোক কুমার পালসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য এ অভিযানে অংশ নেন।

স্থায়ী নিয়োগ ও অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের একাংশের আন্দোলনে সাড়ে চার মাস ধরে বন্ধ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা।

অভিযান শেষে নিজ বাসভবনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ কে এম নূর-উন-নবী বলেন, ‘শিক্ষক-কর্মচারীদের একাংশের আন্দোলনের কারণে দীর্ঘ সাড়ে চার মাস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিকসহ সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল।  শনিবারের মধ্যে আন্দোলন প্রত্যাহারের অনুরোধ করেছিলাম। তা না হলে জেলা প্রশাসন ও পুলিশের সাহায্য নিয়ে তালা ভেঙে সব কার্যক্রম সচল করা হবে বলেও জানিয়েছিলাম।’

উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার পর শিগগিরই ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়