News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৬, ১৭ সেপ্টেম্বর ২০২৫

তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলো শিক্ষার্থীরা

তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিলো শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করার পর অবশেষে অবরোধ তুলে নিয়েছেন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 

তবে তারা জানিয়েছেন, আন্দোলন এখানেই শেষ নয়—সড়ক ছেড়ে দিলেও সাতরাস্তা মোড়ে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ‘কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ’-এর ব্যানারে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ অবরোধ শুরু করেন। 

অবরোধ চলাকালে সাতরাস্তা মোড় ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা দুর্ভোগে পড়েন, অনেকে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। 

দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ সদস্যরা জানান, অবরোধ চলাকালে সাতরাস্তা দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও বিকল্প পথে সীমিতভাবে যান চলাচল করেছে।

বেলা পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা ঘোষণা দেন যে, আপাতত তারা সড়ক অবরোধ প্রত্যাহার করছেন। দুপুর ২টার দিকে তারা সড়ক ছেড়ে দিয়ে সড়কের পাশে অবস্থান নেন। এতে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। তবে যানবাহনের চাপ থাকায় ধীরগতিতে চলাচল করতে দেখা যায়।

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম বলেন, যদি ষড়যন্ত্রমূলকভাবে আমাদের দাবি মানা না হয়, বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সারা দেশে কঠোর থেকে কঠোরতম আন্দোলনে যাব, অসহযোগ আন্দোলনের ডাকও দিতে পারি। 

তিনি আরও জানান, শিক্ষক সমাজও তাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন। বুধবারের কর্মসূচিতে অন্তত চারটি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন।

শিক্ষার্থীরা যে চার দফা দাবি তুলেছেন তা হলো—

১. প্রকৌশল অধিকার আন্দোলন কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্যে গুলি করা ও জবাই করে হত্যার হুমকি প্রদানকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
২. বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে রাষ্ট্রীয় কার্যক্রম অবিলম্বে বন্ধ করা।
৩. কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
৪. ‘ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন’ চালু করা।

অবরোধ চলাকালে শিক্ষার্থীরা আরও কয়েকটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—

আরও পড়ুন: ছয় দফা দাবিতে সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

  • জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল।
  • জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল।
  • ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন।
  • ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং নিয়োগবিধি সংশোধন।
  • উপ-সহকারী প্রকৌশলী থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির হার বৃদ্ধি।
  • সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের আনুপাতিক হারে নিয়োগ।

অবরোধ তুলে নেওয়ার আগে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামীকাল বৃহস্পতিবার দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট ও গুরুত্বপূর্ণ সড়কপয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করা হবে। 

প্রতিনিধি মাশফিক ইসলাম দেওয়ান বলেন, দশম গ্রেড নিয়ে কোনো ষড়যন্ত্র হলে ডিপ্লোমা শিক্ষার্থীরা তা মানবে না। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে।

রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলাতেও একইসঙ্গে বিক্ষোভ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। বুধবার গাজীপুর ও দিনাজপুরে তারা সড়ক অবরোধের পাশাপাশি রেলপথও অবরোধ করেন। এর আগে মঙ্গলবারও (১৬ সেপ্টেম্বর) দুপুরে একই এলাকায় প্রায় আধঘণ্টা বিক্ষোভ করেছিলেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

তিন ঘণ্টার সড়ক অবরোধ শেষে সাতরাস্তা মোড়ে যান চলাচল স্বাভাবিক হলেও কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন থামেনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজধানীসহ সারা দেশে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়