বৃহস্পতিবার থেকে ঢাবির ঈদের ছুটি শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের অনুমোদিত ছুটির তালিকা অনুযায়ী, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাসমূহের ছুটি শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নূর-ই-ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ১ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ক্লাসসমূহ বন্ধ থাকবে। আগামী ২ ও ৩ অক্টোবর শুক্রবার ও শনিবার হওয়ায় ক্লাসসমূহ শুরু হবে ৪ অক্টোবর রোববার থেকে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২২ সেপ্টেম্বর ২০১৫ মঙ্গলবার থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৫ বুধবার পর্যন্ত বন্ধ থাকবে এবং ১ অক্টোবর ২০১৫ বৃহস্পতিবার থেকে যথারীতি অফিস খোলা থাকবে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








