গবেষণায় শীর্ষস্থান বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য হওয়া উচিত: উপাচার্য
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেছেন, “শিক্ষা-গবেষণায় শীর্ষস্থান অর্জনই বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষ্য হওয়া উচিত।”
মঙ্গলবার সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের (জাবি) জীববিজ্ঞান অনুষদের আয়োজনে এক প্রকল্প সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, “সেমিনারের মাধ্যমে গবেষণার ফলাফল উপস্থাপন করা হলে গবেষণার উৎকর্ষ বৃদ্ধি পায়।”
শিক্ষকদের সে লক্ষ্য পূরণে নিরলসভাবে কাজ করার আহবান জানান উপাচার্য ।
জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবদুল জব্বার হাওলাদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের আর্থিক সহায়তায় এই গবেষণা কর্ম সম্পাদিত হয়।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








