News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৬, ২২ মার্চ ২০১৫
আপডেট: ১৫:২২, ১৮ জানুয়ারি ২০২০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির পক্ষে-বিপক্ষে মানববন্ধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভিসির পক্ষে-বিপক্ষে মানববন্ধন

ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ভিসি অধ্যাপক ড. রফিকুল হকের পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে ভিসি সংবাদ সম্মেলন করেন।  

রোববার সকাল ১০ টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিজয় ৭১ প্রাঙ্গণে ভিসির বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগে তাকে অবাঞ্চিত ঘোষণা করার বিরুদ্ধে অভিযোগকারীদের বিচারের দাবিতে ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী ও বাকৃবি শাখা ছাত্রলীগ।

আন্দোলনের অংশ হিসেবে রোববার ১১ টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো মানবন্ধনের প্রস্তুতি নেয় তারা। তখন আন্দোলনকারীদের মধ্যে ধাওয়ার ঘটনা ঘটে।

ভাইস চ্যান্সেলর ড. রফিকুল হক তার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবি নাকচ করে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে দাবি করেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়