News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫১, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ০২:২৮, ১১ ফেব্রুয়ারি ২০২০

এসএসসি পরীক্ষা

৩ মার্চের পরীক্ষা ২০ মার্চ, ৪ মার্চেরটি ২১ মার্চ

৩ মার্চের পরীক্ষা ২০ মার্চ, ৪ মার্চেরটি ২১ মার্চ

ঢাকা: চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার ৩ মার্চের স্থগিতকৃত পরীক্ষা কাল ২০ মার্চ শুক্রবার সকাল ৯টা থেকে অনুষ্ঠিত হবে। অপরদিকে ৪ মার্চের স্থগিতকৃত পরীক্ষা ২১ মার্চ শনিবার সকাল ১০টা থেকে এবং বিকাল ২টা  থেকে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকালের এসএসসির বিষয়: ১. জীববিজ্ঞান (তত্ত্বীয়) ২. অর্থনীতি।
 দাখিলের বিষয়গুলো হলো: ১. ইসলামের ইতিহাস ২. জীববিজ্ঞান (তত্ত্বীয়)
এসএসসির সকালের বিষয়গুলো হলো: ১. বাংলাভাষা ও সাহিত্য ২. ইংরেজী ভাষা ও সাহিত্য ৩.গার্হস্থ্য বিজ্ঞান (তত্ত্বীয়) ৪.গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়) ৫. কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ৬. সঙ্গীত (তত্ত্বীয়)।
এসএসসির বিকালের বিষয়সমূহ হলো: ১. আরবি ২. সংস্কৃত ৩. পালি ৪. কর্মমুখী শিক্ষা (তত্ত্বীয়) ৫. কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়) ৬. শারীরিক শিক্ষা ও ক্রীড়া (তত্ত্বীয়) ৭. বেসিক ট্রেড (তত্ত্বীয়) ৮. চারু ও কারুকলা (তত্ত্বীয়)।
দাখিল পরীক্ষা শুধু সকালে অনুষ্ঠিত হবে। বিষয়গুলো হলো: ১. পৌরনীতি ২. মানতিক ৩. কৃষি শিক্ষা (তত্ত্বীয়) ৪. গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়) ৫. উর্দূ ৬। ফার্সি ৭. কম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়)।

উল্লেখ্য, ৮, ১০ ও ১১ মার্চের স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি পরে জানানো হবে।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ                                                       

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়