News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৭, ১৯ মার্চ ২০১৫
আপডেট: ০৪:০২, ১১ ফেব্রুয়ারি ২০২০

টেকনিক্যাল স্কুল-কলেজে ৩২টি পুরাতন গাড়ি

টেকনিক্যাল স্কুল-কলেজে ৩২টি পুরাতন গাড়ি

ঢাকা: আগামী ২৮ মার্চ দেশের ৩২টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ক্লাস ও প্রশিক্ষণ কাজে ব্যবহারের জন্য ৩২টি আধুনিক অথচ পুরাতন গাড়ি হস্তান্তর করা হবে বলে বৃহস্পতিবার শিক্ষামন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক প্রস্তাবের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় প্রথম পর্যায়ে এসব জিপগাড়ি হস্তান্তরের উদ্যোগ নেয়। ২৮ মার্চ টিকিউআই প্রকল্পের অধীনে ৩২টি জেলা শিক্ষা অফিসকে ৩২টি নতুন জিপ গাড়ি দেওয়া হবে। একই দিনে এসব জেলা অফিসে ব্যবহৃত ৩২টি পুরাতন জিপ গাড়ি ৩২টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, দেশে সরকারি ৪৯টি পলিটেকনিক, ৬৪টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং তিনটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। এসব প্রতিষ্ঠানে গাড়িসংক্রান্ত মেরামত, রক্ষণাবেক্ষণ, ড্রাইভিং ও আনুষঙ্গিক কোর্স রয়েছে।
 
নিউজ বাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়