News Bangladesh

জেলা সংবাদদাতা || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩৬, ১৪ আগস্ট ২০২৫

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যমুনা মহাসড়ক অবরোধ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যমুনা মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বরে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এই অবরোধ শুরু করে। তারা বিভিন্ন স্লোগান দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকে আছে, যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এর আগে, বুধবার শিক্ষার্থীরা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছিল। ওই অবরোধের কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল প্রায় ছয় ঘণ্টা বন্ধ ছিল। এতে হাজারো যাত্রীর দুর্ভোগ হয়।

আরও পড়ুন: দাবি বাস্তবায়নে এক মাসের আল্টিমেটাম এমপিও শিক্ষকদের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯ বছর পার হলেও এখনো স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন হয়নি। এ কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে। তাদের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেছেন।

১৯ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্তও শিক্ষার্থীরা একটানা কর্মসূচির মাধ্যমে মহাসড়ক অবরোধ করে। তখন সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়ায় আন্দোলন স্থগিত করা হয়। তবে আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ বয়কটের মধ্য দিয়ে আন্দোলন আবারও শুরু হয়।

শিক্ষার্থীরা জানায়, দ্রুত ডিপিপি অনুমোদন দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেবে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়