News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:০৮, ৪ আগস্ট ২০১৯
আপডেট: ০৭:৪৩, ১৫ ফেব্রুয়ারি ২০২০

ট্রাকচাপায় আরেক ট্রাকের মালিক নিহত

ট্রাকচাপায় আরেক ট্রাকের মালিক নিহত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক চাপায় নিহত হয়েছেন অপর একটি ট্রাকের মালিক হায়দার আলী (৪৫)। তিনি পাবনার দাশুড়িয়া গ্রামের মৃত আয়েদ আলীর ছেলে।

রোববার সকাল ৭টায় বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম পৌর এলাকায় সেলিনা পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, নাটোরগামী পাথর বোঝাই একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১-১২৮২) সেলিনা পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল। ট্রাকের চালক-হেলপার ট্রাকে তাদের আসনে বসে থাকলেও মালিক হায়দার আলী ট্রাকটির পেছনে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় পেছন থেকে অপর একটি পাথর বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো- ট- ২২-৭৯৯৬) নিয়ন্ত্রণ হারিয়ে হায়দার আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন দেবদাস বলেন, ‘ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করেছে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাক দুইটি আটক করেছে।’

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়