ঝিনাইদহে মাইক্রোচাপায় স্কুলছাত্রীসহ নিহত ২
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের সদর উপজেলায় মাইক্রোবাসচাপায় স্কুলছাত্রীসহ দুজন নিহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান জানান, সকাল সাড়ে ৮টার দিকে একটি মাইক্রোবাস মাগুরা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি বাইসাইকেল আরোহী ও পরে এক স্কুলছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
নিহতদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
নিউজবাংলাদেশ.কম/এমএস