২৫ ক্যাজুয়াল কর্মচারীকে স্থায়ী করলো বিমান

বিমানের ২৫ জন ক্যাজুয়াল কর্মচারীকে স্থায়ী করা হয়েছে।
বুধবার বিমানের প্রধান কার্যালয় বলাকার কনফারেন্স রুমে বিমান স্থায়ীকরণের চিঠি হস্তান্তর করেন পরিচালক প্রশাসন, ড. পার্থ কুমার পণ্ডিত, সিবিএ সভাপতি মশিকুর রহমান, সাধারণ সম্পাদক মন্তাছার রহমানসহ সিবিএর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক প্রশাসন, ব্যবস্থাপক নিয়োগ।
অনুষ্ঠানে পরিচালক প্রশাসন নতুন কর্মচারীদের তাদের কাজের মাধ্যমে বিমান ও দেশের প্রতি অনুগত্য থেকে কাজ করার আহ্বান জানান।
মহাব্যবস্থাপক প্রশাসন তার বক্তব্যে বলেন, “বিমান শ্রমিক লীগের দীর্ঘদিনের দাবি ক্যাজুয়াল শ্রমিকদের
স্থায়ীকরণেরর প্রাথমিক ধাপ আজকের এই ২৫ জন কর্মচারীর স্থায়ীকরণ। ধীরে ধীরে বিমান ব্যবস্থাপনা বিমানের সকল ক্যাজুয়াল কর্মচারীদের স্থায়ীকরণ করবে।”
বিমান শ্রমিক লীগ (সিবিএ) সভাপতি মশিকুর রহমান বলেন, “বিমান শ্রমিক লীগ সবসময় সাধারণ কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবির সাথে ছিল এবং থাকবে।”
সধারণ সম্পাদক মন্তাছার রহমান নতুন কর্মচারীদের ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে কাজ করে বিমানকে আন্তর্জাতিকমানের এয়ারলাইন্স হিসেবে প্রতিষ্ঠিত করার আহবান জানান।
নিউজবাংলাদেশ.কম/এফএ