News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৬, ১৩ জুন ২০১৫
আপডেট: ১৫:৪৬, ১৯ জানুয়ারি ২০২০

বেড়াতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ

বেড়াতে এসে গণধর্ষণের শিকার গৃহবধূ

ঢাকা: রাজধানীর রামপুরায় খালার বাসায় স্বামীকে নিয়ে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (২০)।

শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে রামপুরা থানায় একটি মামলা দায়ের করেন।

রামপুরা থানার ডিউটি অফিসার তমিজ উদ্দিন নিউজবাংলাদেশ.কমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, “গণধর্ষণের শিকার ওই নারী কদিন আগেই রামপুরা উলন রোড এলাকায় খালার বাসায় বেড়াতে আসেন। শুক্রবার বিকেলে স্থানীয় দুর্বৃত্তরা বাসায় প্রবেশ করে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। অভিযোগ পাওয়ার পর শনিবার ওই নারীকে মেডিকেল টেস্টের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। প্রতিবেদন হাতে পাওয়ার পরে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।”

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়