এবার সিলেটে মুক্তমনার ব্লগার অনন্ত খুন
সিলেট: এবার মুক্তমনা ব্লগের লেখক ও সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক অনন্ত বিজয় দাশকে হত্যা করা হলো। সিলেটের সুবিদ বাজার এলাকায় মঙ্গলবার সকালে তার বাসার সামনেই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে।
তিনি মুক্তমনা ব্লগের একজন নিয়মিত লেখক ছাড়াও বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতার ছোট কাগজ 'যুক্তি'র সম্পাদক ছিলেন। আজ সকাল ৮টা ৫০ মিনিটে তিনি ফেসবুক অ্যাকাউন্টে সর্বশেষ স্ট্যাটাস দেন।
স্বজনরা জানান, সুনামগঞ্জে জাওয়া বাজার এলাকায় নিজ কর্মস্থল পূবালী ব্যাংকে যাওয়ার সময় দিঘীরপাড়ে নিজ বাসার সামনে দুর্বৃত্তরা অনন্তর ওপর অতর্কিতে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তার মাথায় উপর্যুপরী আঘাত ও ছুরি দিয়ে সারা শরীরে জখম করে। পরে তার চিৎকার শুনে স্বজনরা এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
অনন্তের সহকর্মী ব্লগাররা জানিয়েছেন, উগ্রমৌলবাদী একটি গোষ্ঠী বেশ কিছুদিন ধরে তাকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এছাড়া সারা বাংলাদেশে মৌলবাদীরা যে ৮৪ জন ব্লগারকে হত্যার জন্য তালিকা করেছিল তার মধ্যে অনন্তও একজন।
প্রসঙ্গত, এর আগে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারান মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিত রায়। ওই ঘটনায় তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও হামলার শিকার হন। এরপর গত ৩০ মার্চ ব্লগার ওয়াশিকুর রহমানকেও হত্যা করে সন্ত্রাসীরা।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম