News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫২, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

বিকেলে দেখা করবে কামারুজ্জামানের পরিবার

বিকেলে দেখা করবে কামারুজ্জামানের পরিবার

ঢাকা: মৃত্যদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কবে হবে, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কদিন থেকেই। এরইমধ্যে শনিবার দ্বিতীয় বারের মতো কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে বলেছে কারা কর্তৃপক্ষ।

এদিন বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে তাদের দেখা করতে বলা হয়েছে। তবে এজন্য কোনো আনুষ্ঠানিক চিঠি দেয়া হয়নি। মোবাইল ফোনের মাধ্যমেই তাদের বিষয়টি জানানো হয়েছে।

কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল ওয়ামী বেলা পৌনে দুইটায় নিউজবাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, “ডেপুটি জেলার লাভলু সাহেব আমার মায়ের মোবাইলে ফোন করে দেখা করতে বলেছেন।”

দুপুর একটা ১০ মিনিটে কামারুজ্জামানের স্ত্রীর মোবাইলে ফোনটি করা হয় বলে জানান তিনি।

ওয়ামী বলেন, “আমরা বাবার সঙ্গে দেখা করতে যাব।”

এর আগে সোমবার সন্ধ্যায় কামারুজ্জামানের সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল একাত্তরের মানবতাবিরোধী অপরাধী মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির দণ্ড এখন কার্যকরের অপেক্ষায় রয়েছে। শুক্রবার রাতে দণ্ড কার্যকরের প্রস্তুতি নেয়া হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত স্থগিত করা হয়। স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওইদিন রাতে বলেছিলেন, “আগামীকাল (শনিবার) হতে পারে।”

শুক্রবার ফাঁসি কার্যকরের প্রস্তুতি নেয়া হলেও তার পরিবারের সদস্যদের শেষ দেখা করতে ডাকেনি কারা কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়