News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৯, ২২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৭:৩৮, ১ ফেব্রুয়ারি ২০২০

মাদারীপুরে চালককে হত্যা করে অটো ছিনতাই

মাদারীপুরে চালককে হত্যা করে অটো ছিনতাই

মাদারীপুরের রাজৈরে এক কিশোর চালককে হত্যা করে অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার সন্ধ্যায় রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী মণ্ডলবাড়ির কাছে এ ঘটনা ঘটে। নিহত চালক রাজীব শেখ (১৬) উপজেলার টেকেরহাট বন্দরসংলগ্ন হৃদয়নন্দী গ্রামের হোসেন শেখের ছেলে।

টেকেরহাট থানার ওসি মো. শাহজাহান জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীর পাড় ব্রিজের কাছ থেকে ৩-৪ জন রাজীবের অটোভ্যানটি ভাড়া করে নিয়ে যায়।

পরে রাজৈর-কোটালীপাড়া সড়কের সেনখালী মণ্ডলবাড়ির কাছে রাস্তার পাশে চালক রাজীবের মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।

পরে পুলিশ রাত ৯টার দিকে মরদেহ উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য মাদারীপুর হাসপাতাল মর্গে পাঠায়।

নিউজবাংলাদেশ.কম/ এসপি

সর্বশেষ

পাঠকপ্রিয়