News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৪৩, ১৫ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৬:২৫, ২৩ জানুয়ারি ২০২০

দুর্নীতির মামলায় কবি শাহাবুদ্দিন নাগরী কারাগারে

দুর্নীতির মামলায় কবি শাহাবুদ্দিন নাগরী কারাগারে

আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাবেক কাস্টমস কমিশনার কবি এএইচএম শাহাবুদ্দিন নাগরীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ রোববার তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শাহাবুদ্দিন নাগরীর পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু এবং জামিনের বিরোধিতা করেন দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৮ আগস্ট মামলাটির তারিখ ধার্য ছিল। ওইদিন শাহাবুদ্দিন নাগরী আদালতে হাজির হয়ে জামিন শুনানির জন্য সময় চেয়ে আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে জামিন শুনানির জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন।

১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে তা দখলে রেখে মিথ্যা তথ্যসম্বলিত সম্পদ বিবরণী দাখিলের অভিযোগে গত ২১ জুলাই দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করেন।

নিউজবাংলাদেশ.কম/পিআর

সর্বশেষ

পাঠকপ্রিয়