জিডিপি ৬.৩ শতাংশের বেশি হবে না: বিশ্বব্যাংক
ঢাকা: ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশের বেশি হবে না বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। পূর্বাভাস অনুযায়ী, প্রবৃদ্ধিতে বাংলাদেশ ভারতের চেয়ে পিছিয়ে থাকলেও পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকবে। ওয়াশিংটন থেকে প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্ট শীর্ষক প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।
এদিকে ৪ জুন সংসদে উপস্থাপিত ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার জতীয় বাজেটে (২০১৫-১৬) জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭ শতাংশ। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে চলতি অর্থবছর শেষে ৬ দশমিক ৫১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে।
গত জানুয়ারিতে (২০১৪) প্রকাশিত রিপোর্টে চলতি ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল বিশ্বব্যাংক। পরে নতুন বছরের শুরুতে টানা রাজণৈতিক অস্থিরাতায় এপ্রিলে ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেটে’ বিশ্বব্যাংক জানিয়েছিল প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৬ শতাংশ।
ওয়াশিংটন থেকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দেশের রাজনৈতিক পরিবেশের কারণে ৬ দশমিক ৩-এর বেশি জিডিপি প্রবৃদ্ধি হবে না। তবে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রবৃদ্ধি কিছুটা বাড়তে পারে।
সংস্থার মতে, কয়েকটি অর্থবছরে বাংলাদেশের কৃষি খাত বেশ ভালো করছে। এ ছাড়া ছোট ও মাঝারি শিল্প খাতের দ্রুত বিকাশ ঘটছে। ফলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি টানা কয়েক বছর ধরে ৬ শতাংশ অর্জিত হচ্ছে।
বিশ্বব্যাংক মনে করছে, রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ায় বাংলাদেশে প্রবৃদ্ধি কমলেও প্রবাসী আয়ে তেজি ভাব থাকায় অভ্যন্তরীণ চাহিদায় কোনো প্রভাব পড়বে না। তাদের মতে, রাজনৈতিক অস্থিরতা প্রশমিত হলে রপ্তানি ও বিনিয়োগ চাঙ্গা হওয়ার পাশাপাশি প্রবৃদ্ধিও বাড়বে বাংলাদেশের।
নিউজবাংলাদেশ.কম/জেএস/এজে
নিউজবাংলাদেশ.কম