News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৬, ৪ সেপ্টেম্বর ২০২৫

দেশে স্বর্ণের ভরির দামে নতুন ইতিহাস

দেশে স্বর্ণের ভরির দামে নতুন ইতিহাস

ফাইল ছবি

বাংলাদেশে স্বর্ণের দাম নতুন রেকর্ড স্থাপন করেছে। দেশের বাজারে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে এক লাফে ৩ হাজার ৪৪ টাকা বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকায়, যা দেশের ইতিহাসে এক ভরির স্বর্ণের সর্বোচ্চ মূল্য। 

এই সিদ্ধান্তে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকের পর চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্যসূচি ঘোষণা করা হয়।

এর আগে দেশের বাজারে সর্বোচ্চ স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা, যা নির্ধারিত হয়েছিল ২৪ এপ্রিল। তবে সম্প্রতি বিশ্ববাজারের ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারেও স্বর্ণের দাম লাফিয়ে বাড়ছে। শুধুমাত্র সপ্তাহখানেকের মধ্যে তিন দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ২৩২ টাকা বৃদ্ধি পেয়েছে।

গত ১ সেপ্টেম্বরও ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছিল। এর আগে ৩০ আগস্ট এবং ২৬ আগস্ট যথাক্রমে ভরিতে ১ হাজার ৬৬৮ এবং ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি হয়। এই সময়ের মধ্যে দেশের বাজারে অন্যান্য ক্যারেটের স্বর্ণের দামও প্রায় একই হারে বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা, ২১ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৭০ হাজার ৭০৩ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৪৬ হাজার ৩১৩ টাকা।

আরও পড়ুন: সমুদ্রের বুকে অপরিমেয় সম্ভাবনার নতুন দিগন্ত ‘মিডা’

সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ২১ হাজার ১৬৬ টাকা।

বাজুসের ব্যাখ্যা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় এবং আন্তর্জাতিক বাজারের প্রভাব বিবেচনায় নিয়ে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

অপরিবর্তিত আছে রূপার দাম। ২২ ক্যারেট রূপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেট রূপা ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেট রূপা ২ হাজার ১১১ টাকা, সনাতন পদ্ধতির রূপা ১ হাজার ৫৮৬ টাকা

বিশ্ববাজারেও স্বর্ণের দাম নতুন রেকর্ড গড়েছে। 

বুধবার (০৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩,৫৬৩.২৫ ডলার, যা পূর্বের চেয়ে ৩৫.১৮ ডলার বা ১ শতাংশ বৃদ্ধি। গত ১ সেপ্টেম্বর বাজুস যখন দেশের বাজারে দাম বাড়ানোর ঘোষণা দেয়, তখন বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ৩,৪৭৭ ডলার।

বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাবে দেশের বাজারেও স্বর্ণের দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে। চলতি বছর বাজুস দেশীয় বাজারে মোট ৪৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে, যার মধ্যে ৩৩ বার দাম বাড়ানো হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল মোট ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয় এবং ২৭ বার দাম কমানো হয়েছিল।

সারসংক্ষেপে, দেশের ইতিহাসে প্রথমবারের মতো ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে এক লাখ ৭৮ হাজার টাকার ঘর অতিক্রম করেছে। দেশের বাজারে সব ক্যাটাগরির স্বর্ণের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে, তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়