News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৫, ৩ সেপ্টেম্বর ২০২৫

এনবিআর শুরু করছে মাসিক ‘মিট দ্য বিজনেস’

এনবিআর শুরু করছে মাসিক ‘মিট দ্য বিজনেস’

ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে প্রতি মাসের দ্বিতীয় বুধবার ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠান আয়োজন করা হবে।

এ অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান ও সদস্যরা সরাসরি ব্যবসায়ীদের কাছ থেকে কাস্টমস, আয়কর ও ভ্যাট-সংক্রান্ত মাঠপর্যায়ের সমস্যা শুনবেন। ব্যবসায়ী সমাজের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ বোঝার মাধ্যমে এনবিআর সমাধানমূলক পদক্ষেপ নিতে সক্ষম হবে।

এনবিআর সূত্র জানায়, সেপ্টেম্বর মাসের ‘মিট দ্য বিজনেস’ অনুষ্ঠিত হবে আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় আগারগাঁওয়ের রাজস্ব ভবনের মাল্টিপারপাস হল রুমে (কক্ষ নং-৩০১)। অংশগ্রহণ করতে আগ্রহী ব্যবসায়ী প্রতিনিধিদের অনলাইনে নির্ধারিত ফরম পূরণের আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন: রিজার্ভে ইতিবাচক প্রবাহ, ছুঁয়েছে ৩১.৩৯ বিলিয়ন ডলার

এনবিআর জানিয়েছে, নিয়মিত এই সংলাপ ব্যবসা-বাণিজ্যের পরিবেশকে আরও গতিশীল করবে এবং রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি করবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়