দুই দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ালো

ফাইল ছবি
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার ভরিপ্রতি সর্বোচ্চ এক হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরি এখন বিক্রি হবে এক লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকায়। সোমবার (১ সেপ্টেম্বর) এ মানের সোনার দাম ছিল এক লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা।
সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে এ দাম কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী- ২২ ক্যারেট প্রতি ভরি সোনা: ১,৭৫,৭৮৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি সোনা: ১,৬৭,৭৯৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা: ১,৪৩,৮২৮ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা: ১,১৯,০৪২ টাকা।
আরও পড়ুন: আগস্টে রেমিট্যান্স ৯% বেড়ে ২৪২ কোটি ডলার
অপরদিকে, সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা।
প্রসঙ্গত, গত ৩০ আগস্টও সোনার দাম সমন্বয় করেছিল বাজুস, যা কার্যকর হয়েছিল ৩১ আগস্ট থেকে।
নিউজবাংলাদেশ.কম/এসবি