চীনা-মার্কিন আলোচনায় স্বর্ণের দরপতন
ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উচ্চপর্যায়ের বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতির জেরে বিশ্ববাজারে বড় ধরনের দরপতনের মুখে পড়েছে স্বর্ণের বাজার। শুল্ক নিয়ে দুই অর্থনৈতিক পরাশক্তির সমঝোতার ইঙ্গিতে মূল্যবান এ ধাতুর কদর কমতে শুরু করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার (১২ মে) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে প্রায় ১ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ২৭৭ দশমিক ৮৪ ডলার। একই দিনে ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ২৭৯ দশমিক ২০ ডলারে লেনদেন হয়েছে।
এর পেছনে মূলত রয়েছে মার্কিন-চীন বাণিজ্য আলোচনায় অগ্রগতি। গত রবিবার (১১ মে) যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে বাণিজ্য ঘাটতি হ্রাসে একটি সম্ভাব্য চুক্তির কথা জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। চীনের পক্ষ থেকেও ‘গুরুত্বপূর্ণ ঐকমত্যে’ পৌঁছানোর ঘোষণা দেওয়া হয়। এই আলোচনা ইতিবাচক হওয়ার পর থেকেই ডলার সূচকে উন্নতি দেখা দেয়, যার ফলে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের কদর কমে যায় বলে মনে করছেন বিশ্লেষকরা।
আরও পড়ুন: রেকর্ড ভাঙা রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশের অর্থনীতিতে নতুন গতি
বিশ্লেষকদের মতে, ডলার শক্তিশালী হলে স্বর্ণের চাহিদা কমে যায়, কারণ এটি তখন তুলনামূলক ব্যয়বহুল হয়ে ওঠে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের কাছে। ফলে বিশ্ববাজারে স্বর্ণের দর হ্রাস পায়।
বিশ্ববাজারের এই প্রভাব সরাসরি পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) টানা দুই দফায় স্বর্ণের দাম কমিয়েছে। সর্বশেষ শনিবার (১০ মে) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে ১ লাখ ৭০ হাজার ৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম রবিবার (১১ মে) থেকে কার্যকর হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৬৩ হাজার ৪ টাকায়, ১৮ ক্যারেটের ভরির দাম ১ লাখ ৩৯ হাজার ৭১১ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৫৩২ টাকা।
বিশ্ববাজারে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও মার্কিন-চীন বাণিজ্য সমঝোতার সম্ভাবনায় স্বর্ণের বাজারে এই দরপতন একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/পলি








