News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:৫৫, ২৭ ফেব্রুয়ারি ২০২০
আপডেট: ২২:৪৪, ২৯ ফেব্রুয়ারি ২০২০

সূচকে পতন লেনদেনও কমেছে

সূচকে পতন লেনদেনও কমেছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ। আগের কার্যদিবস তুলনায় এদিন দুই স্টকের লেনদেন পরিমান কমেছে। এদিন উভয় স্টকের ৬৯ শতাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে।

বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, আজ ডিএসইর লেনদেন হয়েছে ৫৬১ কোটি ৪১ লাখ টাকা। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৬২৭ কোটি ৩৪ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে বেড়েছে ৬০টির, কমেছে ২৫০টির বা ৭০ দশমিক ২২ শতাংশ এবং পরিবর্তন হয়নি ৪৬টির দর।

এদিন ডিএসইর সূচক ডিএসইএক্স ৬৮ দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৪৮০ দশমিক ২২ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২৫ দশমিক ৩৩ পয়েন্ট ও ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫ দশমিক ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রম ১ হাজার ৪৯২ দশমিক ৩৭ পয়েন্টে ও ১ হাজার ৪৪ দশমিক ৯০ পয়েন্টে।

টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, ভিএফএস থ্রেড, সেন্ট্রাল ফার্মা, সিলভা ফার্মা, ইন্দো-বাংলা ফার্মা, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল পলিমার, গ্রামীনফোন, ফার কেমিক্যাল, লাফার্জহোলসিম বাংলাদেশ।

দর বাড়ার শীর্ষ কোম্পানি হলো- সেন্ট্রাল ফার্মা, বেঙ্গল উইন্ডসর, ইন্ট্রাকো রিফুয়েলিং, ডেফোডিল কম্পিউটার, ফার কেমিক্যাল, অলিম্পিক এক্সেসরিজ, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ড, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট ফান্ড, আর্গন ডেনিমস, সিলভা ফার্মা।

দর কমার শীর্ষ কোম্পানি হলো- স্ট্যান্ডার্ড সিরামিক, ইন্টারন্যাশনাল লিজিং, সায়হাম টেক্সটাইল, ইউনাইটেড এয়ার, হাক্কানী পাল্প, গ্লোবাল হেভী কেমিক্যাল, লিব্রা ইনফিউশন, বেক্সিমকো সিনথেটিক্স, ফ্যামিলি টেক্স, ইসলামী ইন্সুরেন্স

অপর পুঁজিবাজার সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪২ লাখ টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৯৮ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৪২ দশমিক ৯৬ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ১৭ দশমিক ২০ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৯১ দশমিক ২৫ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১২২ দশমিক ৪২ পয়েন্ট ও সিএসআই সূচক ১২ দশমিক ৭৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৭৭ দশমিক ৮১ পয়েন্টে, ১১ হাজার ৯১২ দশমিক ৩৮ পয়েন্টে, ৮ হাজার ৩৩২ দশমিক ৯৮ পয়েন্টে ও ৯০১ দশমিক ১৭ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৬২টির বা ৬৭ দশমিক ৭৮ শতাংশ এবং ২৪টি কোম্পানির শেয়ার দরে কোন পরিবর্তন হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এমএজেড/এএস

সর্বশেষ

পাঠকপ্রিয়