৩ সাহিত্যিক পেলেন ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার
ঢাকা: ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০১৪ পেলেন হরিশংকর জলদাস, মুজিব ইরম এবং সুস্মিতা ইসলাম।
হরিশংকর জলদাস তার ‘প্রতিদ্বন্দ্বী’ গ্রন্থের জন্য কবিতা ও কথাসাহিত্য শ্রেণিতে, সুস্মিতা ইসলাম তার ‘আমার দিনগুলি’ গ্রন্থের জন্য প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণ ও অনুবাদ শ্রেণিতে এবং মুজিব ইরম ‘কবিবংশ’ গ্রন্থের জন্য হুমায়ূন আহমেদ তরুণ সাহিত্যিক পুরস্কার বিজয়ী হন।
বাংলাদেশের সাহিত্যের মৌলিক সৃষ্টিকর্মকে উৎসাহ প্রদানের জন্য ২০১১ সালে এ পুরস্কার প্রবর্তন করে ব্র্যাক ব্যাংক এবং দৈনিক সমকাল।
১২ জুন ২০১৫ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। দেশের সাহিত্য ও সংস্কৃতি জগতের স্বনামধন্য ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান এবং সমকাল সম্পাদক জনাব গোলাম সারওয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রত্যেক শাখার বিজয়ী পুরস্কার হিসেবে পান এক লাখ টাকা। প্রত্যেককে ক্রেস্ট ও সম্মাননাপত্রও প্রদান করা হয়।
জাতীয় অধ্যাপক প্রফেসর মুস্তাফা নূরউল ইসলাম, প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী, কবি আসাদ চৌধুরী এবং কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড সেরা তিনটি বই নির্বাচন করেন।
নিউজবাংলাদেশ.কম/এএইচকে
নিউজবাংলাদেশ.কম