News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৪, ৫ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৮:৫৫, ৫ ডিসেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টাকে ফোন করে কৃতজ্ঞতা প্রকাশ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

প্রধান উপদেষ্টাকে ফোন করে কৃতজ্ঞতা প্রকাশ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও প্রধানমন্ত্রী ড. হারিনী আমারাসুরিয়া। ফাইল ছবি

ঘূর্ণিঝড় ও বন্যার ভয়াবহ বিপর্যয়ের পর বাংলাদেশ থেকে জরুরি সহায়তা পাঠানোর জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ড. হারিনী আমারাসুরিয়া।

 বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফোন করে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী আমারাসুরিয়া বলেন, সাম্প্রতিক ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যায় শ্রীলঙ্কার বহু অঞ্চলে শত শত মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির পর বাংলাদেশের পক্ষ থেকে সহায়তা ও সংহতি তাদের জন্য বড় সহায়ক হয়েছে।

কথোপকথনের সময় অধ্যাপক ইউনূস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেন। তিনি জানান, শ্রীলঙ্কার সংকট মোকাবিলায় বাংলাদেশ অতিরিক্ত জরুরি সহায়তা এবং দুর্যোগ–প্রতিক্রিয়া বিশেষজ্ঞ পাঠাতে প্রস্তুত।

“যা কিছু প্রয়োজন, আমরা তা করতে খুশি হবো,” বলেন প্রধান উপদেষ্টা।

এর আগে, বুধবার (৩ ডিসেম্বর) ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কার জন্য বাংলাদেশ ১০ টন ত্রাণ সামগ্রী পাঠায়। এ ত্রাণের মধ্যে ছিল তাঁবু, শুকনো খাবার, মশারি, ওষুধ, টর্চলাইট, রেসকিউ হেলমেট ও গামবুটসহ জরুরি সরঞ্জাম। বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল, সশস্ত্র বাহিনী বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ত্রাণসহ রাজধানী কলম্বোতে পৌঁছান।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘দিতওয়ার’–এর প্রভাবে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ৩৩৪ জন নিহত, অন্তত ২০০–এর বেশি নিখোঁজ এবং ২০ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে ১ লাখ ২৩ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ডিএমপির ৫০ থানার ওসি বদলি

ফোনালাপে অধ্যাপক ইউনূস শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ সময় সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট মহাপরিচালক উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়