News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৪, ২৫ আগস্ট ২০১৯
আপডেট: ০২:০৬, ১৮ জানুয়ারি ২০২০

মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

মওদুদের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলার কার্যক্রম স্থগিত-সংক্রান্ত রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। এতে করে বিচারিক আদালতে এ মামলায় সাক্ষ্য নেয়া চলমান থাকবে বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। অন্যদিকে ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই তার পক্ষে শুনানি করেন।

পরে আদালত থেকে বেরিয়ে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, “এ মামলা ঢাকার একটি আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। অনেকগুলো সাক্ষীর সাক্ষ্য গ্রহণও হয়ে গেছে। এর মধ্যে ৩১ মার্চ ওনার (মওদুদ আহমদ) একটি পিটিশনের অনুলিপি পেয়েছি। যেখানে তিনি বলছেন, হাইকোর্টে তাঁর ট্যাক্স বিষয়ে মামলা আছে। সেগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ মামলার কার্যক্রম বন্ধ রাখতে।”

এর আগে গত ৪ মার্চ বিচারিক আদালত এ আবেদন নাকচ করেন। পরে মওদুদ আহমদ হাইকোর্টে আবেদন করেন। গত ৮ এপ্রিল সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে মওদুদ আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন। আপিল বিভাগের চেম্বার আদালত কোনো স্থগিতাদেশ না দিয়ে সেটি পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

খুরশীদ আলম খান বলেন, “গত ১৪ মে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মওদুদ আহমদের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) আবেদন খারিজ করে দেন। এ ছাড়া উনার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টে থাকা তাঁর ট্যাক্সবিষয়ক রিট মামলাগুলো নিষ্পত্তি করতে আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ। ১৪ মের ওই আদেশ পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেন মওদুদ আহমদ। যেটি আজ খারিজ হয়ে যায়।”

মামলার বিবরণ থেকে জানা যায়, জ্ঞাত আয়বহির্ভূত সাত কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ২৮৭ টাকার সম্পদ অর্জন এবং চার কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৩৭৫ টাকার তথ্য গোপনের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর গুলশান থানায় মামলা করে দুদক।

নিউজবাংলাদেশ.কম/এফএ

সর্বশেষ

পাঠকপ্রিয়