ড্র ম্যাচে ফলোঅনের শিকার বাংলাদেশ
ফতুল্লা থেকে: দ্বিতীয় ও চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পরই বাংলাদেশ ও ভারতের মধ্যকার ফতুল্লা টেস্টের গতি-প্রকৃতি নির্ধারিত হয়েছিল। এরপর রোববার টেস্টের পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনটাও বৃষ্টির পেটে গেলে ম্যাচের ভাগ্যলিপি আরো পরিষ্কার হয়ে ওঠে। শেষ পর্যন্ত প্রকৃতির এই বাধাকে জয় করতে পারেনি সফরকারী ভারত। টাইগারদের প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করে বাংলাদেশকে ফলোঅনে ফেলানোর পরও ড্রয়ের নিয়তিকে মেনে নিতে হয়েছে বিরাট কোহলি বাহিনীকে।
অবশ্য ফতুল্লা টেস্ট যে ড্র হবে তা এক প্রকার অবধারিতই ছিল। কারণ, টেস্টের চতুর্থ দিন শেষে কেবল নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছিল বাংলাদেশ। যখন শনিবার দিন শেষে মুশফিক বাহিনীর সংগ্রহ দাঁড়ায় ৩০.১ ওভারে ৩ উইকেটে হারিয়ে ১১১। অর্থাৎ, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজের একমাত্র টেস্টটির ফলাফল বের করতে হলে রোববার টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের ১৭ উইকেট দখল করতে হত ভারতকে। তবে সফরকারীদের তুলনায় বাংলাদেশের জয়ের সমীকরণ ছিল আরও কঠিন। প্রথমে প্রতিপক্ষের প্রথম ইনিংসের বিশাল ঘাটতি পুষিয়ে নিতে হত। তারপর লিড দাঁড় করিয়ে অবশিষ্ট সময়ে ভারতকে অলআউট করা। কঠিন সেই সমীকরণ কোন দলই পূরণ করতে পারেনি ফলে ড্র হয়েছে ফতুল্লা টেস্ট।
টেস্টের প্রথম চার দিনেই ছিল বৃষ্টির উপস্থিতি। পঞ্চম দিনেও এর ব্যত্যয় ঘটেনি। রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে প্রথম সেশনটা বৃষ্টির পেটে গেছে। মধ্যাহ্ন বিরতির পর মাঠে গড়ায় খেলা। কিন্তু দিনের খেলার শুরুতেই সাকিব আল হাসানের উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ৯ রান করেই রবিচন্দন অশ্বিনের শিকার হন তিনি। উইকেটে থিতু হতে পারেননি সৌম্য সরকার (৩৭) ও শুভাগত হোমরাও (৯)। চেষ্টা চালিয়েছিলেন ইমরুল কায়েস (৭২) ও অভিষিক্ত লিটন কুমার দাস (৪৪)। তবে ফলোঅন এড়ানোর জন্য তা পর্যাপ্ত হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৬৫.৫ ওভার ব্যাট করে ২৫৬ রানে অলআউট হয়। এরপর ফলোঅন করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৫ ওভার ব্যাট করে বিনা উইকেটে ২৩ রান করে টাইগাররা। ফলে ড্র হয় ম্যাচ।
এর আগে ভারত তাদের প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৬২ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। দলটির পক্ষে সর্বোচ্চ ১৭৩ রান করেন শিখর ধাওয়ান। ১৫০ রান এসেছে মুরালি বিজয়ের ব্যাট থেকে। বাংলাদেশের সাকিব আল হাসান চারটি উইকেট নেন। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান। প্রসঙ্গত, ভারতের বিপক্ষে আটটি টেস্ট খেলে ছয়টিতে হেরেছে বাংলাদেশ। আর ড্র করেছে বাকি দুটিতে।
নিউজবাংলাদেশ.কম/এফকে
নিউজবাংলাদেশ.কম