News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৫৫, ২৯ সেপ্টেম্বর ২০২৫

জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ গ্রেপ্তার

জাপার রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ। ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।।

ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনের সামনে থেকে কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৩ নেতা-কর্মী গ্রেফতার

এর আগে গত বছরের ৪ নভেম্বর ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। পরবর্তীতে তিনি আদালত থেকে জামিনে মুক্ত হন। এছাড়া জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলাতেও তার নাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়