আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৩ নেতা-কর্মী গ্রেফতার

গ্রেপ্তার ফয়জুর রহমান বাদল ও তামান্না নুসরাত বুবলী। ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যসহ দলটির ১৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতার হওয়া সাবেক এমপিরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগ এবং গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সন্ত্রাস দমন আইনের আওতায় তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: নরসিংদীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা
প্রসঙ্গত, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে হত্যা ও হত্যাচেষ্টার মামলাগুলোতে এই গ্রেপ্তার দেখানো হচ্ছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি