News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৪৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫

“অন্যায়ের জন্য আওয়ামী লীগের বিন্দুমাত্র অনুশোচনা নেই”

“অন্যায়ের জন্য আওয়ামী লীগের বিন্দুমাত্র অনুশোচনা নেই”

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ নেতাদের দ্বারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে মির্জা ফখরুল তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে এ প্রতিক্রিয়া জানান তিনি। 
ফখরুল বলেন, নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে তা আবারও প্রমাণ করল– আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। 

তিনি আরও উল্লেখ করেন, আওয়ামী লীগ আজ পর্যন্ত যা অন্যায় করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ এবং রাজনৈতিক নেতাদের হেনস্তা করে যুক্তরাষ্ট্রে বসবাসরত আওয়ামী লীগের লোকজন। ঘটনার সময় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাসহ বিএনপি-জামায়াতের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নির্বাচন থেকে কাউকে বাদ দেওয়ার পক্ষপাতী নয় বিএনপি

এ ঘটনায় যুক্তরাষ্ট্র পুলিশ ইতোমধ্যে যুবলীগের একজন কর্মীকে আটক করেছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের অনুশোচনা নেই। তারা যা যা ঘটিয়েছে, সেসবের বিচার হবে।

এদিকে, আওয়ামী লীগের নেতারা এই হামলার ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।

ঘটনার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বিএনপি নেতারা আন্তর্জাতিক মহলে এ ঘটনার নিন্দা জানিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।

ঘটনার বিস্তারিত তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়