News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১০, ২০ সেপ্টেম্বর ২০২৫

বিএনপি মাথা নত করেনি, ভয় পাওয়ার কিছু নেই: মির্জা ফখরুল

বিএনপি মাথা নত করেনি, ভয় পাওয়ার কিছু নেই: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তবুও বাংলাদেশে যা ভালো কিছু তার সবই বিএনপি জনগণকে দিয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “কোনোদিন মাথা নত করেনি বিএনপি। তাই দল ও এর নেতা-কর্মীদের ভয় পাওয়ার কিছু নেই।”

তিনি আরও বলেন, “বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, লড়াই-সংগ্রামের মধ্য দিয়েই রাজনীতি করছে। ফিনিক্স পাখির মতো বারবার ধ্বংস করার চেষ্টা হয়েছে, কিন্তু কেউ ভাঙতে পারেনি। গুম-খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারাই দেশ ছেড়ে পালিয়ে গেছে।”

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ধৈর্য ধরেছিল ছাত্রদল: আবিদ

প্রসঙ্গত, দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন। বিকেলে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়