News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৩, ২০ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু নির্বাচনে ধৈর্য ধরেছিল ছাত্রদল: আবিদ

ডাকসু নির্বাচনে ধৈর্য ধরেছিল ছাত্রদল: আবিদ

আবিদুল ইসলাম খান। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সময় ছাত্রদল রাষ্ট্রের স্বার্থে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছিল বলে মন্তব্য করেছেন পরাজিত ভিপি প্রার্থী ও ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ বিষয়ে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

আবিদ বলেন, “খুব দ্রুত ছাত্রদলের পক্ষ থেকে নির্বাচনের অবস্থান জানানো হবে। ২০১৯ সালের ডাকসু নিয়ে এখনও আলোচনা হয়। এবারও নির্বাচনে নানা অভিযোগ উঠেছে। প্রশাসন ও নির্বাচন কমিশন যদি এর যথাযথ জবাবদিহিতা করতে না পারে, তাহলে পুনরায় নির্বাচন দাবি করব এবং সেটা আদায় করব ইনশাআল্লাহ।”

আরও পড়ুন: দুর্গাপূজায় বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

তিনি আরও বলেন, “ফল ঘোষণার পর আমরা পূর্বের নির্বাচনী সংস্কৃতিতে ফিরে যাইনি, ভিসিকে অবরুদ্ধ করিনি, বরং ধৈর্য ধরেছি। নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতি চালুতে আমরা ভূমিকা রেখেছি। ভোটে একটি জাল বিছানো হয়েছিল, সেখানে আমাকে ভিলেন বানানো হয়।”

নির্বাচনে ভরাডুবি প্রসঙ্গে আবিদ দাবি করেন, “এটিকে আমরা পরাজয় বলতে চাই না। এর মাধ্যমে ঢাবি সহ সব বিশ্ববিদ্যালয়ে একটি অদৃশ্য রাজনৈতিক শক্তি আধিপত্য বিস্তার করছে।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়