মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান

ফাইল ছবি
মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের ক্রমাগত আগ্রাসন এবং ফিলিস্তিনে গণহত্যার কারণে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গাজা, লেবানন, সিরিয়া, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েল একের পর এক বিমান হামলা চালাচ্ছে এবং দখলদার পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে কোনো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল পৌনে পাঁচটায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও অস্তিত্ব নিশ্চিহ্ন করার চেষ্টার বিরুদ্ধে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সঙ্গে তা অব্যাহত রেখেছে।
তারেক রহমান দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের খবরকে ‘হৃদয়বিদারক’ হিসেবে আখ্যায়িত করে বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণ, তাদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের ওপর চলমান বর্ণবৈষম্য ও হামলা নিছক গণহত্যা নয়, বরং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নিধন। এটি ঘৃণ্য।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে চার্লি কার্ককে গুলি করে হত্যা, তারেক রহমানের নিন্দা
তিনি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাসরত বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেক বাংলাদেশি এই অঞ্চলে বসবাস ও কাজ করছেন। বর্তমান ইসরায়েলি সরকার পুরো অঞ্চলটিকে এক গভীর সংকটে ঠেলে দিচ্ছে, তাই তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন।
গাজা গণহত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক আদালতের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালোভাবে আহ্বান জানাই, তারা যেন ইসরায়েলি সরকারের বসতি স্থাপনের পরিকল্পনার নিন্দা জানায় এবং চাপ সৃষ্টি করে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতকে অনুরোধ জানাই, তারা যেন গাজায় ইসরায়েলি সরকারের স্পষ্ট গণহত্যার বিষয়ে রায় ঘোষণায় আর দেরি না করে।
তিনি আরও বলেন, ফিলিস্তিনের ওপর চলমান দমন-পীড়ন, দখলদারিত্ব ও সহিংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ বরাবরই ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে এবং এখনও সেই অবস্থান বজায় রেখেছে। ইসরায়েলি সরকারের বসতি সম্প্রসারণ পরিকল্পনার ফলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি।
তারেক রহমানের এই আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্পষ্ট নির্দেশ দিচ্ছে যে, ফিলিস্তিনিদের ওপর চলমান নিপীড়ন ও গণহত্যা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে এখন সময়।
তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি করেছেন, তারা যেন আন্তর্জাতিক বিচার আদালতকে নির্দেশ দেয়—গাজায় চলমান হত্যাযজ্ঞ ও নিপীড়নের বিষয়ে স্পষ্ট রায় ঘোষণা করতে যাতে ফিলিস্তিনিদের ওপর দুঃখভোগ আরও না বাড়ে।
নিউজবাংলাদেশ.কম/পলি