খালেদা জিয়া নোবেল পুরস্কারের দাবিদার: বুলু
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নোবেল পুরস্কারের দাবিদার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
তিনি বলেছেন, দেশের নারীদের শিক্ষা, উপবৃত্তি এবং অধিকার প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অসামান্য অবদানের জন্য এ পুরস্কার প্রাপ্য।
রবিবার (২৪ আগস্ট) কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বরকত উল্লাহ বুলু এ দাবি জানান।
তিনি আরও বলেন, যারা একাত্তরের মুক্তিযোদ্ধাদের স্বীকার করে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা মানতে চায় না, অথবা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অস্বীকার করে—তাদের এই দেশে ভোট চাওয়া বা রাজনীতি করার অধিকার নেই।
বরকত উল্লাহ বুলু তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, কোনো হাইব্রিড যেন বিএনপির নেতৃত্বে আসতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।
সম্মেলনের উদ্বোধক ছিলেন জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, এবং প্রধান বক্তা ছিলেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন জসিম ও যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।
আরও পড়ুন: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে শোকজ
উপজেলা বিএনপির আহ্বায়ক এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাজী কবির হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় সদস্য এডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, জেলা নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্মেলনের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস বুড়িচং উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন এটিএম মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মো. কবির হোসেন।
নিউজবাংলাদেশ.কম/এসবি








