News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৮, ১৪ জুলাই ২০২৫
আপডেট: ১৫:০৩, ১৪ জুলাই ২০২৫

নির্বাচন বানচালের অপচেষ্টা মিটফোর্ড হত্যাকাণ্ড: শামসুজ্জামান দুদু

নির্বাচন বানচালের অপচেষ্টা মিটফোর্ড হত্যাকাণ্ড: শামসুজ্জামান দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণ বন্ধ রাখতে এবং নির্বাচনের পরিবেশ বিনষ্ট করার জন্য পরিকল্পিতভাবে মিটফোর্ডে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

সোমবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, 'চাঁদপুরে মসজিদের ইমামের ওপর হামলা হয়েছে, খুলনায় সাবেক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। এসব ঘটনার পেছনে রয়েছে নির্বাচনের পরিবেশ নষ্ট করার এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত হতে না দেওয়ার ষড়যন্ত্র।'

তিনি মিটফোর্ডের মর্মান্তিক ঘটনাটিকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, 'আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমার দাবি, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।'

দুদু আরও বলেন, 'নিহত যুবদল কর্মীকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। নির্বাচন পেছানোর পক্ষে যারা কাজ করছে, তারা দেশের গণতন্ত্রের শত্রু।'

আরও পড়ুন: মিটফোর্ডের ঘটনা নির্বাচন বিলম্বের অপচেষ্টা হতে পারে: মির্জা ফখরুল

তিনি যুক্ত করেন, 'স্বৈরতন্ত্র পতনের পর গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে। যারা এ পথে বাধা দেবে, তাদের নাম ইতিহাসে স্বৈরাচারের দোসর হিসেবে লেখা থাকবে।'

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, 'বিএনপি দেশের জন্য যে রক্ত দিয়েছে তা অপূরণীয়। যারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের বুঝেশুনে কথা বলার আহ্বান জানাচ্ছি।'

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়