News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৬, ১৮ মে ২০২৫

‘নির্বাচন দেওয়ার মতো সুষ্ঠু পরিবেশ এখনও হয়নি’

‘নির্বাচন দেওয়ার মতো সুষ্ঠু পরিবেশ এখনও হয়নি’

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, নির্বাচন দেওয়ার মতো সুষ্ঠু পরিবেশ এখনও তৈরি হয়নি, নির্বাচন কমিশনের কিছু বিষয় প্রশ্নবিদ্ধ।

রবিবার (১৮ মে) সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনায় বসার আগে তিনি এ কথা জানান।  

জামায়াতের নায়েবে আমির বলেন, 'জামায়াতে ইসলামী শুধু দলকে কেন্দ্র করে নয়, সাধারণ মানুষের চাহিদাকে গুরুত্ব দিয়ে সংস্কার চায়। নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেটি আমাদের লক্ষ্য। তবে সুস্পষ্ট টাইমলাইন না থাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অস্থিরতা দেখা যাচ্ছে।'

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত। তবে নির্বাচন দেওয়ার মতো এখনও সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি। নির্বাচন কমিশনের কিছু বিষয় প্রশ্নবিদ্ধ।
 
এ সময় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, 'সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর যেসব বিষয়ে ভিন্নমত রয়েছে আশা করি সেসবেও একমতে পৌঁছাতে পারব।'

আরও পড়ুন: করিডোর প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: তারেক রহমান

ঐকমত্য শুধু কমিশনের কাজ নয়, সব রাজনৈতিক শক্তির সাহায্যেই ঐকমত্যে পৌঁছাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
 
আলী রীয়াজ বলেন, 'যত দ্রুত সম্ভব আমরা জাতীয় সনদের দিকে এগিয়ে যেতে চাই।'

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়