News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৯:৪২, ৯ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৯:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০২৫

ডেভিল বলতে আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি: মির্জা ফখরুল

ডেভিল বলতে আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

বহুদিন পর অন্তর্বর্তী সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগী।

তিনি বলেছেন, সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করেছ। ডেভিল বলতে আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি।

রবিবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে। দেশব্যাপী অস্থিরতার জন্য হাসিনার ফ্যাসিস্ট রেজিমই দায়ী।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা দেশ ছেড়ে পালাতে পারবে না: গয়েশ্বর

সাবধানে পা ফেলার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, 'অন্ধকারকে অন্ধকার দিয়ে নয় আলো দিয়ে দূর করতে হবে। বাংলাদেশে ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতের জন্য অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যেনো হাসিনার পাতা ফাঁদে পা না দিই।'

এসময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়