News Bangladesh

নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫
আপডেট: ১৩:৪৩, ৮ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনার আমলের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখনও অব্যাহত রয়েছে: দুদু

হাসিনার আমলের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এখনও অব্যাহত রয়েছে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ছবি: সংগৃহীত

ফ্যাসিস্ট হাসিনার শাসনে যেমন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নাগরিক সভায় এ দাবি করেন তিনি।

আরও পড়ুন: রবিবার সিইসির সঙ্গে বিএনপির বৈঠক

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ফ্যাসিস্ট হাসিনার শাসনে যেমন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে। কথা হলো অন্তর্বর্তী সরকারের সময় এমন ঘটনা ঘটানোর সাহস সন্ত্রাসীরা পায় কোথায়? 

দ্রুত রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে তিনি বলেন, পট পরিবর্তনের পর জনগণ ও বিশ্ববাসীও প্রত্যাশা করেছিল দেশে গণতন্ত্র ফিরিয়ে দেয়া হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য সেটা হয়নি বা উদ্যোগ নেয়া হয়নি। মানুষের প্রত্যাশা ছিল একটি নির্বাচনের রোডম্যাপ পাবে কিন্তু তা পায়নি। 

বিএনপির এ নেতা আরও বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা না করলে বিএনপি জানে কীভাবে অধিকার আদায় করে নিতে হয়। সরকার উদ্যোগ নিলে ভালো, নাহলে হয়তো আরেকটি লড়াইয়ের প্রয়োজন পড়তে পারে। 

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়