News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ২০:১৮, ২১ সেপ্টেম্বর ২০২৫

এলডিসি উত্তরণ স্থগিতের পক্ষে বিএনপি

এলডিসি উত্তরণ স্থগিতের পক্ষে বিএনপি

আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি

স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে এখনই উত্তরণের সময় আসেনি বলে মনে করছে বিএনপি। অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের স্বার্থে এ উত্তরণ স্থগিত রাখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিজিএমইএসহ ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

ঘণ্টাব্যাপী বৈঠকে এলডিসি উত্তরণের পাশাপাশি শ্রম আইন সম্পর্কেও আলোচনা হয়। এ সময় বিএনপির নেতারা বলেন, বাংলাদেশ এলডিসি উত্তরণের জন্য প্রস্তুত কি না, তা যাচাই করতে জাতিসংঘে চিঠি দেওয়া উচিত।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, “এলডিসি থেকে উত্তরণ পুরোপুরি স্থগিত না হলেও অন্তত তিন বছরের জন্য সময় বাড়ানো দরকার, যাতে অবকাঠামোগত উন্নয়ন ও প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।”

আরও পড়ুন: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নুরুল হক নুর

প্রসঙ্গত, দীর্ঘ আট বছরের প্রক্রিয়া ও মূল্যায়ন শেষে জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে বের হবে বাংলাদেশ। এ লক্ষ্যে প্রস্তুতির অগ্রগতি নিয়ে প্রতিবেদন জমা দিতে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে জাতিসংঘ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়