ফরিদা পারভীনের মৃত্যুতে তারেক রহমান-মির্জা ফখরুলের শোক
ছবি: সংগৃহীত
কিংবদন্তি লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, ফরিদা পারভীন ছিলেন লালন সংগীতের জীবন্ত কণ্ঠ। তার অসাধারণ কণ্ঠে লালনগীতি শুধুমাত্র সংগীতের মাধুর্য নয়, বরং মানবতা, সাম্য, ভালোবাসা ও সত্যের বাণী হয়ে মানুষের অন্তরে গভীরভাবে অনুরণিত হয়ে থাকবে। তার মৃত্যুতে জাতি এক মহান গুণী শিল্পীকে হারালো। বাংলা সংগীতে এই শূন্যতা আর কোনোদিন পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় তারা ফরিদা পারভীনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গন ও অসংখ্য ভক্ত-শ্রোতার প্রতিও সমবেদনা প্রকাশ করেন।
আরও পড়ুন: ‘লালনকন্যা’ ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
শনিবার রাত ১০টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
বরেণ্য এই শিল্পীর জন্ম ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায়। দীর্ঘ ৫৫ বছরের সংগীতজীবনে তিনি লালনগীতি গেয়ে দেশ-বিদেশে সুনাম কুড়িয়েছেন। মাত্র ১৪ বছর বয়সে, ১৯৬৮ সালে, তিনি পেশাদার সংগীতশিল্পী হিসেবে যাত্রা শুরু করেন। ‘তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম’সহ অসংখ্য জনপ্রিয় গান দিয়ে তিনি শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন।
ফরিদা পারভীনের প্রয়াণে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাকে স্মরণ করছেন সহকর্মী শিল্পীরা, ভক্তরা এবং সাধারণ মানুষ।
নিউজবাংলাদেশ.কম/পলি








