News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৯, ২৩ আগস্ট ২০২৫
আপডেট: ০৯:১০, ২৩ আগস্ট ২০২৫

আমাকে ঘিরে ধারাবাহিকভাবে মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে: তাসনিম জারা

আমাকে ঘিরে ধারাবাহিকভাবে মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে: তাসনিম জারা

ছবি: সংগৃহীত

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, তাকে ঘিরে ধারাবাহিকভাবে নানা মিথ্যা ও গুজব ছড়ানো হচ্ছে। তবে এসব নিয়ে মাথা ঘামাতে চান না তিনি; বরং কাজে মনোযোগ দিতেই আগ্রহী। তবে সত্য প্রতিষ্ঠিত করতে কিছু বিষয় পরিষ্কার করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার (২২ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

ডা. তাসনিম জারা জানান, নেপালে তিনি গিয়েছিলেন নেপাল সরকারের আমন্ত্রণে নিরাপদ বাতাস (clean air) বিষয়ক আলোচনায় অংশ নিতে। প্রোগ্রামে যোগ দেওয়ার জন্য নেপালের এমবাসি তার সঙ্গে যোগাযোগ করেছিল দুই মাস আগে। সেখানে তার সঙ্গে কোনো মার্কিন কর্মকর্তার দেখা বা মিটিং হয়নি। অথচ ভারতের একটি পোর্টাল গুজব ছড়ায়, তিনি নেপালে গিয়ে এক মার্কিন কর্মকর্তার সঙ্গে ব্রেকফাস্ট মিটিং করেছেন এবং দাবি করে যে বাংলাদেশি গোয়েন্দা সংস্থা এ তথ্য দিয়েছে। “এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক,” বলেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, এর আগে চলতি মাসেই গুজব ছড়ানো হয়েছিল যে তিনি কক্সবাজারে মার্কিন সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। পরে যে গণমাধ্যম এটি প্রকাশ করেছিল, তারাই স্বীকার করে যে এটি মিথ্যা ছিল এবং দুঃখ প্রকাশ করে।

এনসিপি নেত্রী বলেন, ১১ আগস্ট মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তাদের দলের একটি বৈঠক হয়, যেখানে উপস্থিত ছিলেন দলের আহ্বায়ক, সদস্য সচিব, তিনি নিজে এবং একজন যুগ্ম সদস্য সচিব। “এটি কোনো গোপন বৈঠক ছিল না, বরং আমরাই প্রেস রিলিজ দিয়ে সংবাদটি প্রকাশ করি। জুলাই ও আগস্টে মার্কিন রাষ্ট্রদূত বিএনপি ও জামায়াতের সঙ্গেও একই ধরনের বৈঠক করেছেন। অর্থাৎ এটি ছিল নিয়মিত কূটনৈতিক কার্যক্রমের অংশ,” বলেন তিনি।

আরও পড়ুন: ‘গুম-খুনের দায় শেখ হাসিনার, দেশের মাটিতেই বিচার হতে হবে’

ডা. তাসনিম অভিযোগ করেন, বৈঠকের সময় একটি গণমাধ্যম গোয়েন্দাদের দেওয়া একটি ছবি প্রকাশ করে, যেটি দেখে মনে হয় তিনি গোপনে কিছু করছেন। অথচ বিএনপি বা জামায়াতের ক্ষেত্রে এভাবে উপস্থাপন করা হয়নি। তিনি প্রশ্ন তোলেন— “গোয়েন্দা সংস্থার কাজ কি দেশের নিরাপত্তা নিশ্চিত করা, নাকি মিডিয়ার ফটোগ্রাফারের ভূমিকা পালন করা ও উদ্দেশ্যমূলকভাবে কুৎসা রটানো?”

তার অভিযোগ, আগস্ট মাসে অন্তত তিনবার একই ধরনের মিথ্যা প্রচার করা হয়েছে এবং তিন ক্ষেত্রেই গোয়েন্দা সংস্থার নাম উৎস হিসেবে এসেছে। এসব প্রচারে আওয়ামী স্বার্থসংশ্লিষ্ট মিডিয়া প্রধান ভূমিকা রাখছে। “তাদের উদ্দেশ্য স্পষ্ট—একই মিথ্যা বারবার বলে সেটিকে সত্যে পরিণত করা। রাজনীতিতে পারসেপশন বাস্তবতার মতোই গুরুত্বপূর্ণ। তাই আমাকে ‘বিদেশি শক্তির এজেন্ট’ বানানোর চেষ্টা চলছে,” মন্তব্য করেন তিনি।

সবশেষে ডা. তাসনিম জারা বলেন, “এসব মিথ্যায় আমাকে দমানো যাবে না। আমি নতুন বাংলাদেশ গড়তে আমার কাজ চালিয়ে যাবো। শেষ পর্যন্ত সত্য টিকে থাকবে, মিথ্যা ধ্বংস হবে—এটাই সুনিশ্চিত।”

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়