‘গুম-খুনের দায় শেখ হাসিনার, দেশের মাটিতেই বিচার হতে হবে’
ছবি: সংগৃহীত
গুম ও খুনের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর জন্য তার বিচার এ দেশের মাটিতেই হতে হবে।
শুক্রবার (২২ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনের সামনে ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে তিনি এই দাবি জানান।
বিভিন্ন সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মির্জা ফখরুল তার বক্তৃতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তৃতায় জোর দিয়ে বলেন, গুম, খুন, নির্যাতন এবং মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা দায়ী এবং তাকে এর সর্বোচ্চ শাস্তি পেতে হবে। তিনি বলেন, “আজ প্রমাণিত হয়েছে— শেখ হাসিনা এই বর্বর হত্যাকাণ্ড ও গুমের জন্য দায়ী। তার বিচার অবশ্যই এই দেশের মাটিতেই হতে হবে এবং সর্বোচ্চ শাস্তি পেতে হবে।
বিএনপি মহাসচিব বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে হতাশা প্রকাশ করে বলেন, গুম হওয়া পরিবারের সদস্যদের কান্না বন্ধ করতে এবং গুম কমিশনকে প্রকাশ্যে আনতে তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।
তিনি আরও বলেন, সরকার গুম কমিশনকে পাবলিকলি আনা ও পাবলিক শুনানি আয়োজনের ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করতে পারেনি। এর জন্য সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
আরও পড়ুন: তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত
মির্জা ফখরুল বলেন, বিএনপি বাংলাদেশের প্রতিটি নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে আছে। তিনি বলেন, বিএনপির নেতারা বছরের পর বছর ধরে মিথ্যা মামলায় জর্জরিত এবং হয়রানির শিকার হয়েছেন।
তিনি উল্লেখ করেন, তারেক রহমানকে নির্বাসনে যেতে বাধ্য করা হয়েছিল এবং শীর্ষস্থানীয় এমন কোনো নেতা নেই যার নামে শত শত মামলা নেই।
তিনি আরও বলেন, বিএনপি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিগত সময়ের গুম ও খুনের বিচারকে ত্বরান্বিত করতে চায়।
তার মতে, আমরা নির্বাচন চাই, আর সেই নির্বাচনের মাধ্যমে এসব বিচার শেষ পর্যন্ত নিয়ে যেতে চাই।
তিনি গুম হওয়া ব্যক্তিদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং বলেন, গুম হওয়াদের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি তাদের পাশে থাকবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুমের শিকার ব্যক্তিদের পরিবারের উদ্দেশ্যে বলেন, “আপনারা নিরাশ হবেন না। জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না— এর নজির নেই। আপনারা ইতোমধ্যেই প্রমাণ করেছেন, আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদকে ক্ষমতা থেকে সরানো সম্ভব।
তিনি বিশ্বাস করেন, যারা পিতা, ভাই বা সন্তান হারিয়েছেন, তারা অবশ্যই ন্যায়বিচার দেখে যেতে পারবেন। তিনি সরকারকে গুমের শিকার প্রত্যেকের সম্পূর্ণ তথ্য প্রকাশেরও আহ্বান জানান।
নিউজবাংলাদেশ.কম/পলি








