News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৪, ২২ আগস্ট ২০২৫

নাহিদ ইসলামের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে এনসিপির প্রতিনিধি দল

নাহিদ ইসলামের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে এনসিপির প্রতিনিধি দল

ছবি: সংগৃহীত

চীন সরকারের আমন্ত্রণে মালয়েশিয়া সফর শেষ করে চীনে সফর করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সফরে তিনি আট সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) চীনে যাত্রা করবেন এনসিপির প্রতিনিধি দল। তারা ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে।

নাহিদ ইসলাম ছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন-  সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।

এর আগে ১১ থেকে ১৫ জুলাই জামায়াতের আমির শফিকুর রহমানের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর করে। এছাড়া, জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বেইজিং সফরে যায়।

আরও পড়ুন: ‘আমরা বিএনপি পরিবার’-এর নামে অর্থ দাবি প্রতারণা, সতর্ক করল সংগঠন

চীন সফরের আগে নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। ওই সফরের আয়োজন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টার।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়