কবিরহাটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বৃদ্ধার মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে।
উপজেলার ঘোষবাগ ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কবিরহাট থানার এসআই আব্দুল ওয়াদুদ জানান।
নিহত নাছিমা খাতুন (৬০) ওই এলাকার মনু মিস্ত্রী বাড়ির আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
এসআই বলেন, আবু বক্করের ঘরে রাতে হঠাৎ আগুন লাগে।এ সময় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
“এ সময় বাকিরা বের হতে পারলেও নাছিমা ঘরের মধ্যে দগ্ধ হন।”
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এসআই।
নিউজবাংলাদেশ.কম/ডি