চুয়াডাঙ্গায় ভারতীয় ফেনসিডিল-চশমা জব্দ
চুয়াডাঙ্গা: জেলার দুটি সীমান্ত থেকে পাঁচ লাখ ১৪ হাজার টাকার ভারতীয় ফেনসিডিল ও চশমা জব্দ করেছে চুয়াডাঙ্গাস্থ-৬ বিজিবি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল এসএম মনরুজ্জামান নিউজবাংলাদেশকে বলেন, “গতরাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপি টহল কমান্ডার হাবিলদার মিন্টু সরকার এ অভিযান চালান। তিনি ফোর্স নিয়ে জীবননগর থানার মানিকপুর গ্রামের মাঠ থেকে ৫০১ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করেন। এসবের আনুমানিক মূল্য দুই লাখ চার হাজার টাকা।”
তিনি আরো বলেন, “অপরদিকে গতরাত ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপি টহল কমান্ডার হাবিলদার সাইফুল ইসলাম ফোর্স নিয়ে অভিযান চালায়। ঝিনাইদহ জেলার কালিগঞ্জের পাকা রাস্তার ওপর থেকে তারা ৯১৩টি ভারতীয় চশমা আটক করে। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ ১৪ হাজার একশো টাকা।”
তিনি জানান, আটককৃত মালামাল কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম