সার্চ ইঞ্জিন থেকে রিভেঞ্জ পর্নো সরাচ্ছে গুগল
নিজেদের সার্চ ইঞ্জিন থেকে রিভেঞ্জ পর্নো বা প্রতিহিংসামূলক পর্নোগ্রাফি এবং ছবি সরিয়ে নিচ্ছে গুগল। ফলে এখন সার্চ দিয়েও গুগল সার্চইঞ্জিনের মাধ্যমে রিভেঞ্জ পর্নোগ্রাফি খুঁজে পাওয়া যাবে না।
শনিবার গুগলের তরফ থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে, জানিয়েছে সংবাদ সংস্থা টেলিগ্রাফ।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ দিন থেকে অনেক ইন্টারনেট ব্যবহারকারীরা আবেদন করছিলেন, যাতে গুগল পর্নোগ্রাফির বিষয়ে আর একটু সচেতন হয়। তাই শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অন্যদিকে, একই সঙ্গে গুগল তাদের সার্চইঞ্জিনে কিছু পরিবর্তনও আসছে। তারা এমন এক কাঠামো রেখেছে, যার মাধ্যমে অপছন্দের কন্টেন্ট মুছে দেওয়ার অনুরোধ জানানো যাবে গুগলকে। এর ফলে ব্যবহারকারীরা আরও স্বচ্ছন্দে গুগল ব্যবহার করতে পারবেন।
কিন্তু চাইল্ড পর্নোগ্রাফি বন্ধ করতে এখনো ব্যর্থ গুগল। অনেক চেষ্টা করেও তারা এটি বন্ধ করতে পারেনি। অনেকের আশা এবার সম্ভবত ভালো ফলাফল পাওয়া যাবে।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এমএম
নিউজবাংলাদেশ.কম








