তুরস্কের সাবেক প্রেসিডেন্ট ডেমিরেল মারা গেছেন
তুরস্কের সাবেক প্রেসিডেন্ট সুলেইমান ডেমিরেল আঙ্কারার একটি হাসপাতালে মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় ৯০ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তুরস্কের জীবিত রাজনীতিকদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি। প্রায় ৫০ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারে সহিংসতা, অর্থনৈতিক স্থবিরতা ও সামরিক শাসনের মোকাবিলারত তুরস্কের টালমাটাল সময়ে সুলেইমান ডেমিরেল দেশটির রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন।
আঙ্কারার গুভেন হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে ডেমিরেলের মৃত্যুর কথা নিশ্চিত করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
১৯৯৩ সাল থেকে ২০০০ পর্যন্ত তিনি তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন। এর আগে ১৯৬০ সাল থেকে ১৯৯০ পর্যন্ত সাতবার তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতায় থাকাকালে দুইবার সামরিক অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছিলেন তিনি।
তিনি ১৯২৪ সালের ১ নভেম্বর পশ্চিম তুরস্কের ইস্পার্টা প্রদেশের ইসলামকোয় শহরে কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন ও পরে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পড়াশোনা করেন।
তুরস্কে সমর্থকদের কাছে তিনি ‘বাবা’, ‘ড্যাড’ বলে পরিচিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম