News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩ পুলিশ কর্মকর্তা

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩ পুলিশ কর্মকর্তা

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। পারিবারিক কলহ সম্পর্কিত একটি মামলার তদন্তের সময় পুলিশের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও দুজন গুরুতর আহত হয়েছেন। হামলাকারী বন্দুকধারী ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

পেনসিলভানিয়ার স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, কর্মকর্তারা বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকায় ঘটনার তদন্তে গিয়েছিলেন। তিনি তদন্তের বিষয়ে বিস্তারিত প্রকাশ না করে এটিকে পারিবারিক কলহ সম্পর্কিত ঘটনা হিসেবে উল্লেখ করেন।

ঘটনাস্থলে, তিনজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়াও, গুলিবিদ্ধ দুই কর্মকর্তাকে গুরুতর অবস্থায় নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থার মধ্যে আশঙ্কা থাকলেও তা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কর্মকর্তারা পারিবারিক বিরোধ সম্পর্কিত মামলার ঘটনা তদন্তের জন্য তল্লাশি চালাতে গেলে হামলার মুখে পড়েন। পুলিশি প্রতিক্রিয়ায় হামলাকারীও নিহত হন। তবে তার পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। নিহত কর্মকর্তারা কোন সংস্থার সদস্য ছিলেন, তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

আরও পড়ুন: রিয়াদে শাহবাজ-সালমান বৈঠক, শক্তিশালী হলো পাকিস্তান-সৌদি জোট

ঘটনার পর এলাকার একটি স্কুল জেলা ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করলেও পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো দ্রুত হাসপাতালে পৌঁছে নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

তিনি বলেন, আজ ইয়র্ক কাউন্টি এবং পুরো পেনসিলভানিয়া রাজ্যের জন্য এক ভয়াবহ ও হৃদয়বিদারক দিন। তিনজন মূল্যবান প্রাণ যারা এই কাউন্টি, এই অঙ্গরাজ্য, এমনকি এই দেশকে সেবা দিয়েছেন, আমরা তাদের হারালাম। এই ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজ হিসেবে আমাদের আরও ভালো করতে হবে।

ঘটনাস্থলে এবং নিহতদের সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, স্থানীয় ও অঙ্গরাজ্যের অংশীদারদের সহায়তায় তাদের এজেন্টরা মাঠে কাজ করছেন।

ঘটনাস্থল ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত একটি গ্রামীণ এলাকা। পুলিশ জানিয়েছে, এই তদন্ত শুরু হয়েছিল এর আগের দিন এবং চলমান তদন্তের কারণে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে, ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, এক পুলিশ কর্মকর্তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।

এই হামলার ঘটনায় পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয় জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/পলি

সর্বশেষ

পাঠকপ্রিয়