News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৬, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আপডেট: ১০:২৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ইসরায়েলি বোমায় হামলায় ফিলিস্থিনে ১০৬ জনের প্রাণহানি

ইসরায়েলি বোমায় হামলায় ফিলিস্থিনে ১০৬ জনের প্রাণহানি

ছবি: দ্য গার্ডিয়ানের ভিডিও থেকে নেওয়া

স্থল আক্রমণের বিস্তৃতি ঘটানোর ঘোষণা দেওয়ার পর গাজা শহরের ওপর ‘প্রচণ্ড, অবিরাম’ বোমাবর্ষণ করছে ইসরায়েলি সেনাবাহিনী। 

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোর থেকে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে গাজার হাসপাতাল সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা এ জানিয়েছে। নিহতদের মধ্যে ৯১ জনই গাজা শহরের বাসিন্দা।

জাতিসংঘের একটি তদন্তে উঠে এসেছে, গাজায় ইসরায়েলের প্রায় দুই বছর ধরে চালানো এই যুদ্ধ 'একটি গণহত্যা'। এই তদন্তের ফলাফল প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হচ্ছে।

এদিকে, আরব ও ইসলামী বিশ্বের নেতারা কাতারের রাজধানী দোহায় এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। এই বৈঠকে তারা কাতারের ওপর ইসরায়েলের ‘কাপুরুষোচিত’ আক্রমণের পাশাপাশি গাজায় ‘গণহত্যা’র তীব্র নিন্দা জানিয়েছেন।

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে লুক্সেমবার্গ

ইসরায়েলি সেনারা স্থল আক্রমণ শুরু করার পর থেকে গাজা সিটিতে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। একটি যাচাইকৃত ফুটেজে দেখা গেছে, পশ্চিম গাজা সিটির আল-তৌফিক ভবন লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো হামলা চালাচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে এ পর্যন্ত গাজায় অন্তত ৬৪ হাজার ৯৬৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আরও এক লাখ ৬৫ হাজার ৩১২ জন আহত হয়েছেন। 

অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে এক হাজার ১৩৯ জন নিহত ও প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়